ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

ভর্তি পরীক্ষা বাতিলের দাবি

রাজধানীতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
রাজধানীতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি ফাইল ফটো

ঢাকা: ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা ও ফলাফল বাতিলের দাবিতে সড়ক অবরোধ করার সময় পুলিশের সঙ্গে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।



এ ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় নেয় পুলিশ। পরে দুই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।
 
রাজধানীর রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শিবলী নোমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে হাইকোর্টে রিট করেছেন। তাই বিষয়টি হাইকোর্টের বিবেচনায় রয়েছে। এমন পরিস্থিতিতে দাবির পক্ষে সড়ক অবরোধ বা মানববন্ধন আইনসম্মত নয়। তাই তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীরা নিয়ম বর্হিভ‍ূতভাবে সড়ক অবরোধ করার চেষ্টা করলে তাদের তা করতে দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫ (আপডেট: ১১১৮ ঘণ্টা)
এনএইচএফ/এমইউএম/টিআই





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।