ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে মেডিকেল পরীক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
বরিশালে মেডিকেল পরীক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে তৃতীয় দিনের মতো মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বরিশালের পরীক্ষার্থীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন তারা।



মানববন্ধন শেষে মিছিল নিয়ে শিক্ষার্থীরা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে শহীদ মিনারে গিয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ফারজানা ফেরদৌস, শাহারিয়ার শহিদ প্রমুখ। বক্তারা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়ায় তা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।