ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলে গোপালগঞ্জে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলে গোপালগঞ্জে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবিতে গোপালগঞ্জে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার(২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।



মানববন্ধন চলাকালে পরীক্ষা বাতিলের দাবিতে বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করা হয়। এ সময় পরীক্ষার্থী রোকাইয়া ইসলাম রূপা, লুবনা মোর্শেদ, কাবেরী স্বর্ণকার ও আফসানা মিমি প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তরা পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া ও দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।