ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবিতে ভর্তির আবেদন শুরু ১২ অক্টোবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
হাবিপ্রবিতে ভর্তির আবেদন শুরু ১২ অক্টোবর

দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১২ অক্টোবর। আবেদনের শেষ তারিখ ৮ নভেম্বর।



বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন অনুষদে ১৯৫০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাবিপ্রবি কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

এবার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের ফি ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে হবে। গত বছর টেলিটক নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ও ফি জমা দেওয়ার সুযোগ ছিল।

৮টি অনুষদের অধীনে ২০টি বিষয়ে মোট ১৯৫০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালের ওয়েবসাইট www.hstu.ac.bd এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।