ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহ মেডিকেলে ভর্তিবঞ্চিত শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
ময়মনসিংহ মেডিকেলে ভর্তিবঞ্চিত শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ফাঁস হওয়া প্রশ্নপত্রে নেওয়া মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা বাতিল ও ফের পরীক্ষার দাবিতে বিক্ষোভ করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তিবঞ্চিত শিক্ষার্থীরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তারা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে গেটে তালা ঝুলিয়ে দের।

পরে বেলা ১১টার দিকে কলেজ কর্তৃপক্ষ তালা ভাঙে।

এরপরও শিক্ষার্থীরা ঘণ্টাখানেক সেখানে অবস্থান করেন। পরে বিক্ষোভ মিছিল করে শহরের গাঙ্গিনারপাড় মোড় এলাকায় আসেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘সুষ্ঠু, স্বচ্ছ ও গোপন প্রশ্নে ভর্তি পরীক্ষা নাও; সৎ-মেধাবী ও পরিশ্রমী ছাত্রদের বাঁচাওসহ’ হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে শ্লোগান দেন।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল মতিউর রহমান বলেন, আন্দোলনকারীরা একটি তালা ঝুলিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই তা খুলে ফেলা হয়েছে। তাদের দাবির কোনো যৌক্তিকতা নেই। প্রথম দিনেই ৬০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।