ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবির আবাসিক হল খুলছে শনিবার

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
পবিপ্রবির আবাসিক হল খুলছে শনিবার

পবিপ্রবি(পটুয়াখালী): পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আবাসিক হল সমূহ খুলছে শনিবার (৩ অক্টোবর)।

বৃহস্পতিবার(১ অক্টোবর) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর হলের উচ্চমান সহকারী মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।



শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় সব হল একসঙ্গে খুলে দেওয়া হবে। যেকারণে আবাসিক ছাত্র-ছাত্রীদের শনিবার সকাল ৯টার পর নিজ নিজ হলে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল শের –ই বাংলা -১, ২, এম কেরামত আলী, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর, বেগম ফজিলাতুন্নেছা মুজিব, কবি বেগম সুফিয়া কামাল হল সহ সব হল বন্ধ ঘোষণা করে প্রশাসন।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।