ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফাইল ফটো

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) চলছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম।

আগামী ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি আবেদন করতে পারবেন।



এ বছর সাতটি অনুষদে মোট ২০টি বিভাগে ভর্তি পরীক্ষার মাধ্যমে এক হাজার ৪৩০ জন (কোটাসহ) শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২, ৩ ও ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এর মধ্যে এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২ ডিসেম্বর, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর এবং ই, এফ ও জি ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.bsmrstu.edu.bd/BSMRSTU/) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।