ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

জাবি’র ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
জাবি’র ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার মোট ৩৬৫টি আসনের বিপরীতে তিন হাজার ৭১৪ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।



বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সোমবার (২৭ অক্টোবর) দিনগত রাত দুইটার দিকে উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

এ অনুষদে ভর্তি পরীক্ষা দিতে ৪১ হাজার ৯১ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন।

প্রকাশিত ফলাফলে জানা যায়, জীববিজ্ঞান অনুষদের এ ইউনিটে ছাত্রদের জন্য বরাদ্দ ২১২টি আসনের বিপরীতে ২ হাজার ১৪৭ জন ও ছাত্রীদের জন্য বরাদ্দ ১৫৩টি আসনের বিপরীতে এক হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়াও মোবাইলে মেসেজের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। সেজন্য মেসেজ অপশনে গিয়ে JURRoll No লিখে 9933 নম্বরে পাঠাতে হবে।

এর আগে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত ছয়টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ অক্টোবর) ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) ও ‘এইচ’ ইউনিটের (আইআইটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফট শুরু হবে সকাল ন’টায়। ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে বেলা দু’টায়।

এ শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান অনুষদের তিনশ’ ৫৫টি আসনের বিপরীতে ১৮ হাজার আটশ’ ৫২ জন ভর্তিচ্ছু ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-তে ৫০টি আসনের বিপরীতে ১২ হাজার সাতশ ৯১ জন ভর্তিচ্ছু আবেদন করেন।

বাংলাদেশ সময়:০৯৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।