ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

খাজা মোজাম্মেল হক্ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান বৃহস্পতিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
খাজা মোজাম্মেল হক্ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান বৃহস্পতিবার ফাইল ফটো

ঢাকা: খাজা মোজাম্মেল হক্ (রহ.) ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করবে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৮৮ জনকে সম্মাননা সনদ এবং অষ্টম ও দশম শ্রেণির ৩১৩ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হবে।

উৎসবমুখর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাজা মোজাম্মেল হক্ (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এএসআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।