ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

‘পরীক্ষা-নিরীক্ষার’ জন্য প্রত্যাহার শিক্ষা আইনের খসড়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
‘পরীক্ষা-নিরীক্ষার’ জন্য প্রত্যাহার শিক্ষা আইনের খসড়া

ঢাকা: প্রস্তাবিত শিক্ষা আইনের খসড়া পরীক্ষা নিরীক্ষার জন্য প্রত্যাহার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে আইনের কপি চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।



মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খসড়া শিক্ষা আইনটি আরও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরিমার্জন করার প্রয়োজন আছে বিধায় আইনের কপি নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।

বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত ১৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়াটি প্রকাশ করে মতামত চাওয়া হয়।

প্রস্তাবিত আইনে প্রশ্ন ফাঁসের সাজা চার বছর রাখা হয়েছিল। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, পরিচালনা, কোচিং সেন্টার পরিচালনায় নির্দেশনা দিয়ে বিধি-নিষেধ আরোপ করে শাস্তিরও বিধান ছিল।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।