ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

হোটেলের চলন্ত ফ্যান খুলে বাকৃবি শিক্ষার্থী আহত

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
হোটেলের চলন্ত ফ্যান খুলে বাকৃবি শিক্ষার্থী আহত

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জব্বারের মোড়ে একটি হোটেলে চলন্ত ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থীসহ দুই জন আহত হয়েছেন।  
 
বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মোড়ের বিসমিল্লাহ হোটেলে এ দুর্ঘটনা ঘটে।


 
আহতরা হলেন- ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের ছাত্র আশিক ও স্থানীয় বাসিন্দা আল-আমিন। আহতদের বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।  
 
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, জব্বারের মোড়ের হোটেলগুলোর ভেতরের পরিবেশ থেকে শুরু করে খাবারের মান খুব খারাপ। একটি বাজার কমিটি থাকলেও তাদের কোনো তদারকি নেই। এতে করে অব্যবস্থাপনার কারণে দুর্ঘটনা ঘটেছে।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাজার কমিটির সভাপতি অধ্যাপক ড. এ কে এম আজাদ-উদ-দৌলা প্রধান বলেন, আমি কয়েকদিন আগে দায়িত্ব নিয়েছি। শিক্ষার্থীদের অভিযোগগুলো খতিয়ে দেখে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।