ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

জীববৈচিত্র্য গবেষণায় কুবি শিক্ষক সোহরাবের পদক লাভ

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
জীববৈচিত্র্য গবেষণায় কুবি শিক্ষক সোহরাবের পদক লাভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি: হালিমা বেগম এবং শেখ শরফুদ্দিন ট্রাস্ট ফান্ড-২০১৪ এর বিজ্ঞান শাখায় পদক পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ও বিভাগের চেয়ারম্যান সোহরাব উদ্দিন।

সোমপুর মহাবিহারে পোড়ামাটির ফলকে জীববৈচিত্র্য নিয়ে গবেষণায় অসামান্য অবদান রাখায় জন্য এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ তাকে এ পদকে ভূষিত করে।



বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানী ঢাকায় এশিয়াটিক সোসাইটি অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ পদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রফেসর গোলাম রাব্বানি, ট্রাস্টের বিজ্ঞান শাখার চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রফেসর জে এন তাহমিদা বেগম।

পরে অনুষ্ঠানেই ‘সোমপুর মহাবিহারে পোড়ামাটির ফলকে জীববৈচিত্র্য’ নামে তার একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।