ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

মোবাইল ফোনে উত্তরপত্র, আটক ৩

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
মোবাইল ফোনে উত্তরপত্র, আটক ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুর রউফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।



শুক্রবার বিকেলে পরীক্ষার শুরুতেই তাদের আটক করা হয়।

২০১৫-১৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার শুরুতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে দুইজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে এক পরীক্ষার্থীসহ মোট তিনজনকে আটক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আটকরা মোবাইলফোনে উত্তরপত্র নিয়ে প্রবেশের চেষ্টা করছিল।

৭৬০টি আসনের(বিজ্ঞান-৭২৫, অন্যান্য-৩৫) বিপরীতে আবেদন করেছেন ৫৭ হাজার ৭০৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী। বেলা তিনটা থেকে শুরু হওয়া এ পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র সহ ঢাকার ২৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
সাবিসি/পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।