ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

গাজীপুরে ২ দিনব্যাপী গবেষণা পর্যবেক্ষণ কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
গাজীপুরে ২ দিনব্যাপী গবেষণা পর্যবেক্ষণ কর্মশালা

গাজীপুর: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী গবেষণা পর্যবেণ কর্মশালার শুরু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে এ কর্মশালার উদ্বোধন করা হয়।



কর্মশালায় বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক মো. মাহবুবুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।  

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের উদ্দেশ্য ছিলো, দেশে খাদ্য ঘাটতি রেখে বিদেশি সাহায্য পাওয়া নিশ্চিত করা। বর্তমান সরকার সে অবস্থান থেকে সরে এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার সংসদ সদস্য আব্দুল মান্নান, এফএও বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন, বিশ্ববিদ্যালয়ের মৎস জীববিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো. রফিকুউজ্জামান ও বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষক-গবেষক।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।