ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

অচলাবস্থা কাটেনি সাতক্ষীরা মেডিকেল কলেজে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
অচলাবস্থা কাটেনি সাতক্ষীরা মেডিকেল কলেজে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: ২৫০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে সাতক্ষীরা মেডিকেল কলেজে টানা দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের ধর্মঘট চলছে।

রোববার (০১ নভেম্বর) শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন।



এদিকে, সংকট নিরসনে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়েছে। বৈঠকে শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এ ব্যাপারে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

গত ৪ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাতক্ষীরা মেডিকেল কলেজের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল উদ্বোধন করেন। এরপর ৬ মাস পেরিয়ে গেলেও চালু হয়নি ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম।

ফলে ২৫০ শয্যার হাসপাতাল চালুর দাবিতে শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।