ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

জেএসসি-জেডিসি

মঙ্গলবারের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
মঙ্গলবারের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টায় ফাইল ফটো

ঢাকা: লেখক-প্রকাশক হত্যার প্রতিবাদ ও জড়িতেদের বিচার দাবিতে গণজাগরণ মঞ্চের ডাকা হরতালের কারণে মঙ্গলবারের (০৩ নভেম্বর) ‍জেএসসি ও জেডিসি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।

ওইদিন সকাল ১০টার পরিবর্তে বেলা দুইটায় পরীক্ষা শুরু হবে।



এদিন জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) ইংরেজি প্রথমপত্র এবং জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেডিসি) বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনিবার্য কারণে এ পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। বাকি পরীক্ষাগুলো যথা সময়েই অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমআইএইচ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।