ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

জেএসসি’র দ্বিতীয় দিনে বরিশাল বোর্ডে বহিষ্কার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
জেএসসি’র দ্বিতীয় দিনে বরিশাল বোর্ডে বহিষ্কার ৩

বরিশাল: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার দ্বিতীয় দিনে সোমবার (২ নভেম্বর) বরিশাল জেলায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে বরিশালের মুলাদী উপজেলায় ১ জন ও বাকেরগঞ্জের গাড়ুলিয়ায় ২ জন।



এর আগে রোববার (১ নভেম্বর) প্রথম দিনের পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১৫৩টি কেন্দ্রে ১ লাখ ৫ হাজার ৬২০ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ২ হাজার ৭৬৯ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৮৫১ জন।

এসব বিষয় নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ আলমগীর।

তিনি জানান, অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বরিশাল জেলায় ৮৩৪ জন, ঝালকাঠি জেলায় ২৮৩ জন, পিরোজপুরে ২৭১ জন, পটুয়াখালীতে ৪৭৬ জন, বরগুনায় ৩৭৫ জন ও ভোলায় ৬১২ জন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।