ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

জবি’র ‘ডি’ ইউনিটে আসনপ্রতি লড়বে ৮৯ ভর্তিচ্ছু

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
জবি’র ‘ডি’ ইউনিটে আসনপ্রতি লড়বে ৮৯ ভর্তিচ্ছু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮৯ শিক্ষার্থী।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে এ তথ্য জানা গেছে।



 আগামী ৬ নভেম্বর (শুক্রবার) একযোগে রাজধানীর ২৪টি পরীক্ষাকেন্দ্রে বিকেল ৩ থেকে ৪টা পর্যন্ত জবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ‘ডি’ ইউনিটে ৫৬০টি আসনের (মানবিক-৩৫০, বিজ্ঞান-১৩৪ ও বাণিজ্য ও অন্যান্য-৭৬) বিপরীতে ৪৯ হাজার ৯৩০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।

পরীক্ষার্থীরা হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (যেমন- ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ইত্যাদি) সঙ্গে আনতে পারবেন না।

পরীক্ষার্থীকে প্রিন্টকৃত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে এবং হাফ হাতা পোশাক ও স্যান্ডেল (জুতা ও মোজা ছাড়া) পরিধান করে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে যারা পোশাক পরিধান করবে, তাদের জন্য পোশাকের শর্ত শিথিলযোগ্য।

‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.jnu.ac.bd) দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়:১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
আরআর/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।