ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

গোপালগঞ্জে ষষ্ঠ শ্রেণির ভর্তি কার্যক্রম অনলাইনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
গোপালগঞ্জে ষষ্ঠ শ্রেণির ভর্তি কার্যক্রম অনলাইনে

গোপালগঞ্জ: এবার গোপালগঞ্জের কয়েকটি স্কুলে ষষ্ঠ শ্রেণির ভর্তি কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে।

এ জন্য গোপালগঞ্জ জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়েছে।

এর মাধ্যমে পরীক্ষা শেষ হওয়ার দুই ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইল ফোনে ফলাফল চলে আসবে।

এ প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষায় দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনৈতিক কার্যকলাপ দূর হবে। ফলে মেধাবী শিক্ষার্থীরা মেধাক্রম অনুসারে জেলার ভালো স্কুলগুলোতে ভর্তির সুযোগ পাবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বাংলানিউজকে জানান, পরীক্ষামূলকভাবে ২০১৬ শিক্ষাবর্ষে গোপালগঞ্জ পৌর এলাকার সরকারি-বেসরকারি ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হবে। এতে পরীক্ষার্থীদের এক বার আবেদন করতে হবে। একইদিন একই প্রশ্নপত্রে সবাইকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। এতে অভিভাবকদের অর্থের সাশ্রয় হবে।

তিনি আরো বলেন, এ কার্যক্রম চালু করলে ভর্তি পরীক্ষায় দুর্নীতি ও স্বজনপ্রীতি কমবে। দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করায় তদবির শূন্যের কোটায় নেমে আসবে। প্রশ্নপত্র ফাঁস হওয়ার মতো ঘটনা ঘটবে না।

তিনি জানান, এ ধরনের উদ্যোগ এটিই প্রথম। অন্য কেউ তাদের সফটওয়্যারটি ব্যবহার করতে চাইলে এজন্য রয়্যালিটি দিতে হবে ।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।