ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

বিনার বার্ষিক গবেষণা পর্যালোচনা শীর্ষক কর্মশালা শুরু

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
বিনার বার্ষিক গবেষণা পর্যালোচনা শীর্ষক কর্মশালা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) পাঁচ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।  
 
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে বিনার ড. ওয়াজেদ মিয়া মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।

 
 
বিনার মহাপরিচালক ড. শমসের আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ।  
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনmym

- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সমী কুমার সরকার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ, বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) সাবেক পরিচালক অধ্যাপক ড. লুৎফুল হাসান, ইরির বাংলাদেশ প্রতিনিধি এম এ বারি।  
 
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরির ভারত ও নেপাল প্রতিনিধি ড. ইউ এস সিং এবং বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভাণ্ডারি।  
 
এছাড়াও অনুষ্ঠানে বিনার বিজ্ঞানী, বাকৃবির শিক্ষক, বিনার বিভিন্ন সাব-স্টেশনের বিজ্ঞানী ও কৃষকরা উপস্থিত ছিলেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বিনার বিভিন্ন ধরনের গবেষণা ও সফলতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিনার পরিচালক (গবেষণা) ড. হোসনে আরা বেগম। বিনার উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাতের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরেন তিনি।  
 
কর্মশালায় ফরিদপুর, রংপুর ও কুমিল্লা অঞ্চলের কৃষকরা বিনার উদ্ভাবিত জাতের সফলতা নিয়ে নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরেন।  
 
পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিনার বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ।  
 
বিকেলে বিনার বিজ্ঞানী ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে টেকনিক্যাল সেশনের আয়োজন করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।