ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ চালু

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
পবিপ্রবিতে ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ চালু

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দেশে প্রথমবারের মতো বিএসসি ইন ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি চালু হচ্ছে।

ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের অধীনে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এ বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।



রোববার (০৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড মো. সুলতান মাহমুদ বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদন দেওয়ায় চলতি শিক্ষাবর্ষ থেকেই ওই নতুন বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। দেশে প্রবিপ্রবিতেই প্রথম এ বিষয়ে ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রি চালু হচ্ছে।

এ বিষয়ে ভর্তির জন্য আবেদনের ক্ষেত্রে পূর্বপ্রকাশিত ভর্তি নির্দেশিকার সব নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। ‘এ’ ইউনিটের অধীনে মোট ৩০ জন শিক্ষার্থীকে প্রথম ব্যাচে ভর্তি করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।