ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

মাতৃভাষা ইনস্টিটিউটের মর্যাদা

সংবর্ধনা পাচ্ছেন শিক্ষামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
সংবর্ধনা পাচ্ছেন শিক্ষামন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেস্কোর দ্বিতীয় ক্যাটাগরির মর্যাদা লাভ করায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সংবর্ধনা দেবে শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দফতরগুলো।
 
সোমবার (০৯ নভেম্বর) দুপুর আড়াইটায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।


 
ইউনেস্কোর চলমান অধিবেশনে ২০১৫-২০১৭ সালে শিক্ষামন্ত্রী সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হন, এজন্যও তাকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মুহ. সাইফুল্লাহ।
 
গত ৭ নভেম্বর প্যারিসে ইউনেস্কো’র সদর দফতরে সংস্থার ৩৮তম সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ইউনেস্কো’র ক্যাটাগরি-২ ইনস্টিটিউটে উন্নীত করার প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়।
 
দ্বিতীয় ক্যাটাগরির প্রতিষ্ঠানে স্বীকৃতির পর এখন থেকে বাংলাদেশ সরকারের পাশাপাশি ইউনেস্কো’র লোগো ব্যবহার করতে পারবে। এখন থেকে এ প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রসারিত হবে। ইউনেস্কো পরিচালিত ‘মাতৃভাষা-আশ্রয়ী শিক্ষা’, ‘টেকসই উন্নয়নের জন্য শিক্ষা’ ইত্যাদি কার্যক্রমে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করার সুযোগ পাবে মাতৃভাষা ইনস্টিটিউট।
 
৪ নভেম্বর ইউনেস্কোর সাধারণ সভায় শিক্ষামন্ত্রী নাহিদ সংস্থা সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
 
মুহ. সাইফুল্লাহ বাংলানিউজকে বলেন, শিক্ষামন্ত্রী সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
 
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।