ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

ঢাবির রসায়ন বিভ‍াগের ১৫ শিক্ষার্থীর বৃত্তি লাভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
ঢাবির রসায়ন বিভ‍াগের ১৫ শিক্ষার্থীর বৃত্তি লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের বিভিন্ন বর্ষের ১৫ জন মেধাবী শিক্ষার্থী ‘অধ্যাপক আবদুল মুকতাদির স্মারক’ বৃত্তি  লাভ করেছেন।  
 
সদাচরণ, ক্লাশে নিয়মিত উপস্থিতি এবং লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতির জন্য তাদের এ বৃত্তি দেওয়া হয়।


 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাবির উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে উপাচার্য অধ্যাপক  ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে বৃত্তির টাকা তুলে দেন।
 
বৃত্তিপ্রাপ্ত স্নাতক শ্রেণির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা হলেন- মো. আমজাদ হোসাইন, সালমা বেগম, আ য ম মইনুল ইসলাম মজুমদার, মো. আতাউর রহমান, রাশেদ আহম্মদ, লিনিয়া তাসনিম, মো. হাসানূর রহমান, ফারহা জেবা, মো. আমজাদ হোসাইন, মাকসুদা পারভীন এবং নাবিলা নবী নোভা।
 
স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা হলেন- সাদিয়া আফরিন ছন্দা, অনামিকা সাহা, নিয়ামত এ খুদা এবং আতাউল কবির।
 
বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, রসায়ন বিভাগের শিক্ষকরা, বৃত্তি তহবিলের দাতা অধ্যাপক ড. আবদুল মোনায়েম ও আবদুল মতিন, রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।