ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

পাবিপ্রবি’র ভর্তি পরীক্ষা শুক্রবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
পাবিপ্রবি’র ভর্তি পরীক্ষা শুক্রবার

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ সম্মান (ইঞ্জিনিয়ারিং) ও ৫ বছর মেয়াদি ব্যাচেলর অব আর্কিটেকচার এবং বি ফার্ম (প্রফেশনাল) কোর্সের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

এ বছর ১৯টি বিভাগে ৮৪০টি আসনের বিপরীতে ১৪ হাজার ৪১৯জন পরীক্ষার্থী আবেদন করেছে।

প্রতি আসনে বিপরীতে গড়ে ১৭ জন পরীক্ষার্থী লড়বে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পাবনা জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মোট ৫টি কেন্দ্রের ১০৩টি কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ। ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব তথ্য  www.pust.ac.bd -তে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।