ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

নকলে সহযোগিতা করায় ২ শিক্ষককে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
নকলে সহযোগিতা করায় ২ শিক্ষককে অব্যাহতি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জেএসসি পরীক্ষায় নকলে সহযোগিতা করায় দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
 
রোববার (১৫ নভেম্বর) বাঞ্ছারামপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ তাদের অব্যাহতি দেন।



দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- উপজেলার তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন ও রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক রাসেল।

সৌমেন বিশ্বাস ছন্দ বাংলানিউজকে বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে রুমের মধ্যে নকল পাওয়ায় দায়িত্ব অবহেলার কারণে দুই শিক্ষককে পরবর্তী পরীক্ষায় দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।