ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

ডিগ্রি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
ডিগ্রি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের প্রথমবর্ষ ডিগ্রি পরীক্ষা (পাস  কোর্স) বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুরু হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এ পরীক্ষায় মোট এক হাজার ৭৩৩টি কলেজের ২ লাখ ১৪ হাজার ৭৩ জন পরীক্ষার্থী ৬৮৩টি কেন্দ্রে অংশ নেবেন। সময়সূচি অনুযায়ী প্রতিদিন বেলা ১টা থেকে পরীক্ষা শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ বাংলানিউজকে জানান, জামায়াতের হরতাল থাকলেও যথাসময়ে সব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে।

জরুরি প্রয়োজনে ৯২৯১০৩৮, ৯২৯১০১৭ নম্বরে অথবা ফ্যাক্স ৯২৯১০৪৪ এবং ই-মেইল [email protected] যোগাযোগ করার সুযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।