ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

ঢাবির আইবিএ’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
ঢাবির আইবিএ’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের বিবিএ প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৪৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী।



শুক্রবার (২০ নভেম্বর) বেলা দশটা থেকে এগারটা পর্যন্ত এ পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

এ বছর ১২০টি আসনের জন্য মোট ৫, ১৩০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট কেন্দ্র পরিদর্শন করেন।
 
এ সময় তার সঙ্গে ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এসএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।