ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

সম্পাদকের মুক্তির দাবিতে কর্মবিরতিতে জাবি অফিসার্স সমিতি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
সম্পাদকের মুক্তির দাবিতে কর্মবিরতিতে জাবি অফিসার্স সমিতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবুলের মুক্তির দাবিতে অনির্দ্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন অফিসার্স সমিতির নেতারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তারা সমিতির ব্যানারে দিনব্যাপী কর্মবিরতি পালন করেন।

এ সময় প্রশাসনিক ভবনের সামনে তারা প্রতিবাদী সমাবেশও করেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক সমিতি ও কর্মচারী সমিতি।

অফিসার্স সমিতির সভাপতি আবদুস সালাম মো. শরীফ বলেন, আব্দুর রহমান বাবুলের মুক্তির দাবিতে দিনব্যাপী কর্মবিরতি পালন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে ফের কর্মবিরতি শুরু হবে। বাবুলের মুক্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও কর্মচারী সমিতি এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বলেও জানান তিনি।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. খবির উদ্দিন বলেন, আমরা একই কমিউনিটির হওয়ায় তাদের প্রতি সহমর্মিতা জানানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যার ঠিক আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলাগেট থেকে আব্দুর রহমান বাবুলকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, গাড়ি পোড়ানো ও নাশকতার একাধিক মামলায় বাবুলকে গ্রেফতার করা হয়েছে।

বাবুল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ওও/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।