ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ায় আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ায় আটক ৪

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে চারজনকে আটক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া ঘ ইউনিটের পরীক্ষা চলাকালে বিভিন্ন হল থেকে তাদের আটক করে।



এরা হলেন-মো. কবির হোসেন, রাহাতুল ইসলাম, লাল বিনতে জহির ও সিয়ামুজ্জামান।

এছাড়া এসময় সন্দেহভাজন হিসেবে তানভির হোসেন আকন, ফারজানা আক্তার ও শামামা আক্তার নামে আরো তিনজনকে আটক করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শফিউল আলম জানান, শনিবার সকাল ১০টায় ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হয়। এর মধ্যে সরকারি কমার্শিয়াল কলেজ কেন্দ্রে প্রক্সি দিতে এসে ধরা পড়েন কবির হোসেন ও রাহাতুল। এছাড়া একই অভিযোগে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে সন্দেহভাজন আরো পাঁচজনকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এনে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

এসময় কবির ও রাহাতুল সরাসরি প্রক্সি দিতে আসার কথা স্বীকার করেন। এছাড়া লাল ও সিয়ামুজ্জামান কম্পিউটারে ফটোসপের মাধ্যমে পরীক্ষার প্রবেশপত্রে নিজেদের ছবি বদলে নিকটতম পরীক্ষার্থীর পাশের আসনে বসার চেষ্টা করেন। এজন্য ওই চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মুহাসিন উদ্দিন।

তিনি বলেন, সন্দেহভাজন হিসেবে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।