গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রতি আসনের বিপরীতে ২১ ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার (০২ ডিসেম্বর) থেকে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাতটি ইউনিটের ২০টি বিভাগে মোট ১ হাজার ৪শ’ ৩০টি আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ৩০ হাজার ১শ’ ৯০টি। প্রথমবর্ষের এই ভর্তি পরীক্ষা শেষ হবে আগামী ৪ ডিসেম্বর।
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও অন্য কোনো প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না ।
ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্র সম্পর্কিত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে www.bsmrstu.edu.bd-এ পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
আরএইচএস/টিআই