ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে ইংরেজি প্রথম ব্যাচের ফেয়ারওয়েল

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
নোবিপ্রবিতে ইংরেজি প্রথম ব্যাচের ফেয়ারওয়েল

নোবিপ্রবি: বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইংরেজি বিভাগের প্রথম ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।


 
বিভাগীয় প্রধান মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবির উপ উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন।

অন্যান্যদের মধ্যে ছিলেন, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট ড. ইউসুফ মিয়া, নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আফসানা মৌসুমি, শিরিন আক্তার, প্রভাষক এহসানুল হক, ইসরাত জাহান, বিষ্ণু পদ রায় প্রমুখ।

পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইংরেজি বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।