ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ‘৪র্থ স্ফুরণ উৎসব’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ‘৪র্থ স্ফুরণ উৎসব’

ঢাকা: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চলছে ‘৪র্থ স্ফুরণ উৎসব’। উৎসবে অ্যানাটমি অলিম্পিয়াড, মেডি স্পেলিং কনটেস্ট ছাড়াও বেশ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।



সোমবার (৩০ নভেম্বর) দুপুর ২টায় লেকচার গ্যালারি-১ এ হুমায়ন আহমেদ স্মরণে ‘পালাবি কোথায়’ চলচ্চিত্র প্রদর্শন শুরু হয়। বিকেল ও সন্ধ্যায় আরও ২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবের প্রথমদিন রোববার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হয় অ্যানাটমি অলিম্পিয়াড ও মেডি স্পেলিং কনটেস্ট।

এতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, সাফেনা উইমেন্স মেডিকেল কলেজ,  সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও ইব্রাহিম মেডিকেল কলেজ অংশ নেয়।

২০০৯ সালে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন ‘স্ফুরণ’ সাংস্কৃতিক ও শিক্ষাধর্মী নানা আয়োজনসহ প্রতিবছর ফিল্ম ফেস্টিভ্যাল, ও মেডিকেল সম্পর্কিত ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করে থাকে।  


বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।