ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

সমাবর্তন-২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ

ঢাকা: সমাবর্তন-২০১৬ এর নিবন্ধন নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের (গাজীপুর) বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছেন সিএস ও সিএসই বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (৩০ নভেম্বর) বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো লিখিত বক্তব্যে এ অভিযোগ আনা হয়।



অভিযোগে বলা হয়, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় সমাবর্তন-২০১৬ এর নিবন্ধনের জন্য অনলাইন ব্যবস্থা চালু করেছে। সোমবার নিবন্ধনের শেষ দিন। অনলাইন ব্যবস্থার নানা কারিগরি ত্রুটির কারণে অনেকেই নিবন্ধন করতে ব্যর্থ হচ্ছেন। এ বিষয়ে এক‍াধিকবার অভিযোগ জানানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

অভিযোগে আরও বলা হয়, আমরা (সিএসই শিক্ষার্থীরা) সংশ্লিষ্ট সূত্রে জেনেছি, নিবন্ধনের ডেটাবেজে সিএস ও সিএসই বিভাগকেই যুক্ত করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।