ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে প্রথম দিনে নতুন বই পেলো শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
রাজশাহীতে প্রথম দিনে নতুন বই পেলো শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাঠ্যবই বিতরণ উৎসব-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।



শুক্রবার (০১ জানুয়ারি) সকালে রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে হোসেন বাদশা।

পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের সভাপতি ড. শারমিন ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবুল খায়ের।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও বছরের প্রথম দিন শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। সকালে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হয় জেলার দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর সরকারি বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুজ্জামান লিটন বলেন, শিশু শিক্ষার্থীদের জন্য বছরের এ দিনটি খুব আনন্দের। নতুন বই পেয়ে শিশুরা আনন্দে মেতে উঠে। শিক্ষক হিসেবে তা দেখতে ভালো লাগে।

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজ বেগম বলেন, বই পাওয়ার পরে শিশুদের আনন্দ যা হয় তা ভাষায় প্রকাশ করার মতো নয়। শিশু শিক্ষার্থীরা নতুন বই পেয়ে বুকের মধ্যে জড়িয়ে রাখে।

প্রসঙ্গত, এবছর রাজশাহী অঞ্চলে মাধ্যমিক বাংলা ও ইংরেজী ভার্সন পর্যায়ে ১৩ লাখ ৩৯ হাজার ৭৯৪ জন শিক্ষার্থীদের মাঝে ১ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার ৪২ সেট বই বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এসএস/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।