ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবিতে জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
শাবিপ্রবিতে জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিতর্ক বিষয়ক সংগঠন সাস্ট এসডি’র উদ্যোগে তিন দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে উৎসবের উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক মো. ফারুক উদ্দীন।



এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক আলমগীর তৈমুর, সহকারী অধ্যাপক মাহমুদ হাসান, সহকারী অধ্যাপক চৌধুরী আব্দল্লাহ আল বাকি, সংগঠনটির সভাপতি সাবাহ সারোয়ার পুষ্পা, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সাজন, সিলেট ডিবেট ফেডারেশনের (এসডিএফ) সভাপতি ও সাস্ট এসডি’র সহ-সভাপতি মাজহারুল বিল্লাহ লোচন, হাসনাত সোহান প্রমুখ। অনুষ্ঠানে সাস্ট এসডির প্রকাশনা ‘আয়ুধ’র মোড়ক উন্মোচন করা হয়।

সংগঠনটির সহ-সভাপতি মাজহারুল বিল্লাহ লোচন বাংলানিউজকে জানান, প্রথমবারের মত জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উৎসবে ২১টি বিশ্ববিদ্যালয়ের মোট ২৪টি বিতর্ক দল অংশগ্রহণ করছে।

এ উৎসব সফল করতে সবার সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি। উৎসবটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।