ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদ সিপিবির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদ সিপিবির

ঢাকা: সারাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ন্ত্রিত ও লাগামহীনভাবে বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও আবু জাফর আহমেদ বলেন, আইয়ুব খানের আমলে হামিদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টে যেভাবে শিক্ষাকে সংকুচিত করার ও তা ধনীদের মধ্যে সীমাবদ্ধ রাখার নীতি প্রণয়ন করা হয়েছিল বর্তমানে ঠিক একই আদলেই শিক্ষা ব্যবস্থাকে পরিচালিত করা হচ্ছে।



তারা বলেন, দেশের সংবিধানে বলা হয়েছে জনগণের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানসহ শিক্ষার নিশ্চয়তা প্রদান করাটি হলো রাষ্ট্রের দায়িত্ব। এ কারণে প্রশ্ন জাগা স্বাভাবিক যে সরকার কি দেশের সংবিধান অনুসারে চলার বদলে পাকিস্তানের পথ গ্রহণ করেছে!

বিবৃতিতে নেতারা সব শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কর্তৃপক্ষকে অবিলম্বে বর্ধিত ফি আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।