ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

শিক্ষা

ইবি শিক্ষার্থী বহিষ্কার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ইবি শিক্ষার্থী বহিষ্কার

ইবি: ইমোতে চ্যাট করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে বিরূপ মন্তব্য করায় মেহেদি হাসান হিরা নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে ইবি উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার নিজ ক্ষমতাবলে মেহেদিকে সাময়িক বহিষ্কার করেন।



পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মেহেদি প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ইমোতে বিরূপ মন্তব্য করে। বিষয়টি জানার পর ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মারধর করে প্রশাসনের হাতে তুলে দেয়। পরে আহত অবস্থায় পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে পাঠায়।

সেখান থেকে শনিবার বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরআগে উপাচার্য নিজ ক্ষমতায় ওই শিক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন।

মেহেদির বিরুদ্ধে পরে বিশ্বিবিদ্যালয় প্রশাসন মিটিং করে সিদ্ধান্ত নেবে বলে বাংলানিউজকে জানিয়েছেন ইবির প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।