ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ‘বি’ ও ‘ই’ ইউনিটের ৫ম মেধা তালিকা প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
জবির ‘বি’ ও ‘ই’ ইউনিটের ৫ম মেধা তালিকা প্রকাশ

জবি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম সেমিস্টারে ‘বি’ ও ‘ই’ ইউনিটের বিষয়ভিত্তিক ৫ম মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



‘বি’ ইউনিটের মানবিক শাখার মেধাক্রম ১৪৪৫ থেকে ১৭০২ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ৩৮১ থেকে ৪৫৩ পর্যন্ত এবং বাণিজ্য ও অন্যান্য শাখার মেধাক্রম ২২০ থেকে ২৫৪ পর্যন্ত মেধাক্রমধারীদের মধ্যে নির্বাচিত প্রার্থীরা ৫ম মেধা তালিকায় মনোনীত হয়েছেন।

‘ই’ ইউনিটের মিউজিক বিভাগে ৫৬ থেকে ৬০ পর্যন্ত মেধাক্রমধারীদের মধ্যে নির্বাচিত প্রার্থীরা ৫ম মেধা তালিকায় মনোনীত হয়েছেন।
 
‘বি’ ও ‘ই’ ইউনিটের ৫ম মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

জবির ‘বি’ ও ‘ই’ ইউনিটের ৫ম মনোনয়ন তালিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।