শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) তিন ছাত্রলীগ নেতার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক শাবিপ্রবি ছাত্রলীগের যেসব নেতাদের বহিষ্কার করা হয়েছিল তাদের সবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এরা হলেন-শাবিপ্রবি ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, সহ-সভাপতি অঞ্জন রায় এবং সিনিয়র যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ।
এর আগে ২০১৫ বছরের ৩০ আগস্ট শাবিপ্রবিতে আওয়ামীপন্থী ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের’ উপাচার্যবিরোধী আন্দোলন চলাকালে তাদের ওপর হামলা চালায় শাখা ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী।
এ ঘটনায় অধ্যাপক ড. ইয়াসমিন হকসহ বেশ কয়েকজন শিক্ষক আহত হন বলে অভিযোগ ওঠে। শিক্ষক লাঞ্ছনার অভিযোগে ৩১ আগস্ট ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ তিন ছাত্রনেতাকে সাময়িক বহিষ্কার করে।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
পিসি