ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে গবেষণা প্রকল্পের সার-সংক্ষেপ বিষয়ক সেমিনার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
জাবিতে গবেষণা প্রকল্পের সার-সংক্ষেপ বিষয়ক সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কলা ও মানবিক অনুষদের আয়োজনে গবেষণা প্রকল্পের সার-সংক্ষেপ উপস্থাপনা বিষয়ক সেমিনার হয়েছে।

বৃহস্পতিবার (০৩ মার্চ) দর্শন বিভাগের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।



বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আর্থিক সহায়তায় পরিচালিত এ প্রকল্প সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নির্ণয়ে ভূমিকা পালন করে। এ জন্য মানসম্মত গবেষণা খুব জরুরি।

এসময় তিনি অব্যাহত গবেষণা কাজ পরিচালনার জন্য গবেষকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

পৃথকভাবে অনুষ্ঠিত নয়টি অধিবেশনে কলা ও মানবিক অনুষদের শিক্ষকরা তাদের গবেষণা প্রকল্পের সার-সংক্ষেপ উপস্থাপন করেন।

কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।