ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রুয়েটে ডিজিটাল টিচিং লার্নিং মেথড বিষয়ক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ৪, ২০১৬
রুয়েটে ডিজিটাল টিচিং লার্নিং মেথড বিষয়ক সেমিনার

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) টিচিং লার্নিং মেথড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (০৪ মে) রুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা, বাংলাদেশের জলবায়ুর পরিপ্রেক্ষিতে ‘এনার্জি এফিসিয়ান্ট  বিল্ডিং ডিজাইন’ এর প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম বেগ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. নীরেন্দ্রনাথ মুস্তফী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. আব্দুল আলীম এবং পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার।

এছাড়া সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।