ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ইউএনও-ডিসির যৌথ স্বাক্ষরে বেতন তোলা যাবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ইউএনও-ডিসির যৌথ স্বাক্ষরে বেতন তোলা যাবে

ঢাকা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসক-ডিসির যৌথ স্বাক্ষরে উত্তোলন করা যাবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 

শনিবার (২৫ জুন) মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি ম্যানেজিং কমিটি, গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষ, প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে উত্তোলন করা হয়ে থাকে। সংসদ সদস্যদের ইচ্ছামতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার বিধান সম্প্রতি বাতিল ও অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এরপর থেকে এই নতুন ঘোষণা দেওয়া হলো।

বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অধ্যক্ষ/প্রধানশিক্ষকের যৌথ স্বাক্ষরে উত্তোলন করা যাবে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
এমআইএইচ/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।