ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বেরোবি’র ৩ কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
বেরোবি’র ৩ কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৩ কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

রোববার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৫০তম সিন্ডিকেট সভায় এ সিন্ধান্ত নেওয়া হয় বলে সূত্রে জানা যায়।

অব্যাহতি দেওয়া ৩ কর্মচারীর মধ্যে দু’জন নিরপত্তা প্রহরী হলেন- মো. নুরুজামান রুবেল ও মো. শাহীন বেগ। আর মো. ওসেইন সহকারী স্টোর কিপার।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ ইব্রাহীম কবির বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজির মামলা থাকায় তাদের চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

তিনি বলেন, চাকরিতে কর্মরত অবস্থায় তাদের অনিয়মের বিরুদ্ধে ৭ সদস্যর একটি কমিটি গঠন করা হয়। সম্প্রতি কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে তাদের বিরুদ্ধে অনিয়মের সত্যতা নিশ্চিত হওয়ায় রোববার সিন্ডিকেট সভায় ‍অব্যাহতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা,জুলাই ৩১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।