ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
বেরোবিতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ

রংপুর: সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে বেগম রোকেয়া সংসদ। রোববার (৩১ জুলাই) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

    

বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিটের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন লমিনা মনির সভাপতি বেরোবি ইউনিট, হমেদ নাসির, ফরিদুল ইসলাম, কুমার, সুমন প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, সন্ত্রাস নৈরাজ্য যারা সৃষ্টি করে তারা গভীর ষড়যন্ত্র করছে। বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করছে।

সমাবেশে বেরোবির শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।