ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

এইচএসসির ফল প্রকাশ ১৮ আগস্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
এইচএসসির ফল প্রকাশ ১৮ আগস্ট

ঢাকা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১৮ আগস্ট (বৃহস্পতিবার)।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার (০১ আগস্ট) বিকেলে বাংলানিউজকে বলেছেন, ১৮ তারিখই দেশব্যাপী ফলাফল ঘোষণা করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মাহবুবুর রহমান এর আগে বাংলানিউজকে জানান, ১৬ থেকে ১৯ আগস্টের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল।

শিক্ষাসচিব সোহরাব হোসাইন বাংলানিউজকে বলেন, ১৮ আগস্ট ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদন দিয়েছে।

নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী গণভবনে শিক্ষামন্ত্রী এবং বোর্ড চেয়ারম্যানদের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশ করেন। পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে করে বিস্তারিত ফলাফল তুলে ধরেন।

এ বছর মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যা গত বছরের চেয়ে ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন বেশি ছিল। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন এবং ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন।

ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও দিনাজপুর এ ৮টি সাধারণ শিক্ষাবোর্ড থেকে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

এছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে ৯১ হাজার ৫৯১ জন, কারিগরি বোর্ড থেকে ১ লাখ ২ হাজার ১৩২ জন এবং ডিআইবিএস থেকে ৪ হাজার ৭৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাছাড়া বিদেশের ৭টি কেন্দ্র থেকে এবার ২৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে ছাত্র ১২৪ জন ও ছাত্রী ১৩৮ জন।

** স্কুলভিত্তিক কমিটি করে জঙ্গিবিরোধী কার্যক্রম চালানো হবে
**জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের
** জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়গুলোর মানববন্ধন চলছে

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬/আপডেট ১৮৩৬
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।