গাজীপুর: গাজীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য সাম্প্রদায়িকতাবিরোধী মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ আগস্ট) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এসব কর্মসূচি পালিত হয়।
গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) মূল ফটকের সামনে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য সাম্প্রদায়িকতাবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ একাত্মা প্রকাশ করে বক্তব্য রাখেন।
অংশ নেন ডুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি গণেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক ড. মো. ফজলুল হাসান সিদ্দিকী, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ প্রমুখ।
এছাড়া গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর সরকারী মহিলা কলেজ, কোনাবাড়ী এলাকায় এমইএইচ আরিফ কলেজ, কোনাবাড়ী এমএ কুদ্দুছ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একই কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
আইএ