ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুবির ছাত্রলীগ নেতা হত্যায় ১৫০ জনের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
কুবির ছাত্রলীগ নেতা হত্যায় ১৫০ জনের নামে মামলা

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

সোমবার (০১ আগস্ট) রাতে কুবির নিরাপত্তা কর্মকর্তা মো. সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলাটি করেন।

এতে অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করা হয়েছে। পরে মামলাটি তদন্তের দায়িত্বভার দেওয়া হয় কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম তদন্তের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে আগস্টের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধমে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে সাইফুল্লাহর ৩ জন গুলিবিদ্ধ হন।

সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল্লাহ মারা যান। তিনি দাউদকান্দি উপজেলার তুজার ভাঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

ওইদিন সকালে কুবি সিন্ডিকেটের জরুরি বৈঠক শেষে  বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।