ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি শিক্ষার্থী মিশুর স্মরণে ফুটবল টুর্নামেন্ট

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
জাবি শিক্ষার্থী মিশুর স্মরণে ফুটবল টুর্নামেন্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সাভার): সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আরাফাত আখতার মিশু স্মরণে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এতে নৃবিজ্ঞান বিভাগের ৪১তম ও ৪৫তম ব্যাচের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

কোন পক্ষ গোল করতে না পারায় ম্যাচটি ড্র হয়।

 

বৃহস্পতিবার (০৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্টের  উদ্বোধন করেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকবার হোসেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক আকবার বলেন, আমরা আর কোনো মিশুকে হারাতে চাই না। তাই সবাইকে সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়কের দাবিতে সচেতন করতে বিভাগের পক্ষ থেকে মিশু স্মৃতি টুর্নামেন্টের আয়োজন করেছি।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মানস চৌধুরী, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ রানা প্রমুখ।

চলতি বছরের ২৯ জুলাই সড়ক দুর্ঘটনায় নৃবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের ছাত্র আরাফাত আখতার মিশু নিহত হন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।