গোপালগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১ আগস্ট থেকে মাসব্যাপী কালো ব্যাচ ধারন।
এছাড়া, ৩১ আগস্ট টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধী সৌধে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শেষ হবে। এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনসহ শিক্ষক শিক্ষার্থী অংশ নিবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
আরএ