ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

হলের দাবিতে ফের স্লোগানে মুখর জবি

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
হলের দাবিতে ফের স্লোগানে মুখর জবি

জবি: নতুন হল নির্মাণ ও পুরান কেন্দ্রীয় কারাগারের জ‍ায়গায় হল নির্মাণ করে আবাসন সংকট নিরসনের দাবিতে সোমবার (০৮ আগস্ট) ৭ম দিনেও স্লোগানে মুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

এদিকে রোববার (০৭ আগস্ট) রাতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত আন্দোলন স্থগিতের কথা জানালেও সোমবার সকাল ১০টার দিকে ক্যাম্পাসের ভাস্কর্য্য চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে।

মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে মূল গেট বন্ধ করে আন্দোলনে মিলিত হয়।

এসময় প্রক্টর ও সহকারী প্রক্টরের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয় এবং আন্দোলনকারীদের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।  

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, আন্দোলন স্থগিতের বিষয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে প্রশাসন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসের বাইরে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।